ডুমুরিয়ায় ডিজিটাল বাংলাদেশ দিবস- ২০১৯ পালিত
ডুমুরিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগ ও তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় ডিজিটাল বাংলাদেশ দিবস -২০১৯ উপলক্ষ্যে বৃহস্পাতিবার সকাল ১০টায় এক র্যালী ও সভা অনুষ্ঠিত হয়েছে।র্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে সভায় মিলিত হয়।
ডুমুরিয়া উপজেলা নিবার্হী অফিসার মোছাঃ শাহনাজ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসার মোঃ মোছাদ্দেক হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ফিরোজ আহমেদ, প্রাথমিক শিক্ষা অফিসার জি এম আলমগীর কবির, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান, সমবায় অফিসার এফ এম সেলিম আখতার, ওসি অপারেশন পল্লী দারিদ্র বিমোচন অফিসার চন্দ্র দাস, স্টেশন অফিসার আব্দুল হাই, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহনেওয়াজ হোসেন জোয়াদ্দার,সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলাম, ডুমুরিয়া মহিলা সূস্তি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ শেখ শহিদুল ইসলাম,শিক্ষক শহিদুল ইসলাম, শেখ জামিল আক্তার লেলিন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, স্কুল কলেজের শিক্ষক, সাংবাদিক, স্কুল কলেজের ছাত্র ছাত্রী,ও সুধিজন।সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তার বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ কে ডিজিটাল করার জন্য দিন রাত পরিশ্রম করে চলেছেন, তার নির্দেশে আমারা ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ করে যাচ্ছি।
Please follow and like us: