সাতক্ষীরার ব্যবসায়ী শিল্পপতি বশির আহমেদ আর নেই
সাতক্ষীরার ব্যবসায়ী শিল্পপতি বশির আহমেদ (৫৫) আর নেই।তিনি শুক্রবার বিকাল ৪টার দিকে ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)।
বশির আহমেদ সাতক্ষীরার আশাশুনি উপজেলার সরাপপুর গ্রামের শামছুর রহমানের ছেলে। তিনি সাতক্ষীরা শহরের কামালনগর এলাকায় বসবাস করতেন।
এছাড়া তিনি শহরের সম্রাট প্লাজা, সংগ্রাম টাওয়ার, সংগ্রাম ক্লিনিক, সংগ্রাম পরিবহনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক ছিলেন। মৎস্য ব্যবসায়ী হিসেবে গোটা দেশে তার পরিচিতি ছিলো। পারিবারিক একাধিক সূত্র তার মৃত্যুর খবরটি নিশ্চিত করে। স্বজনরা তার মরদেহের অপেক্ষায় রয়েছে বলে জানান।
Please follow and like us: