শ্যামনগরে এসডিজি অর্জনে উপজেলা নেটওয়ার্কের ষাণ্মাসিক সভা
শ্যামনগরে এসডিজি অর্জনে উপজেলা নেটওয়ার্কের ষাণ্মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০ টায় শ্যামনগর উপজেলা পরিষদের কনফারেন্স রুমে “গণতান্ত্রিক সুশাসনে জনসম্পৃক্ত প্রতিষ্ঠানের অংশগ্রহণ প্রকল্পের” এসডিজি অর্জনে উপজেলা পর্যায়ে নেটওয়ার্কের আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে অক্সফ্যাম ও সিপিডির যৌথ অংশীদারিতে এবং পরোক্ষ অংশীদার প্রতিষ্ঠান সুশীলনের রি-কল ২০২১ প্রকল্পের আয়োজনে আলোচনা সভা’টি অনুষ্ঠিত হয়। সভায় নেটওয়ার্কের কার্যক্রম বাস্তবায়ন কৌসল, পরবর্তী কার্যক্রম, নেটওয়ার্কের খসড়া বিধিমালা উপস্থাপন, সহযোজন, সংবর্ধন, অনুমোদন হয়। এছাড়া উন্মুক্ত আলোচনার মাধ্যমে নুতন পরিকল্পনা প্রণয়ন করা হয়।
এসময় শ্যামনগরের এসডিজি উপজেলা নেটওয়ার্কের সভাপতি অসীম কুমার জোয়ারদারের সভাপতিত্বে আলোচনা সভা’টি সঞ্চালনা করেন সুশীলন রি-কল ২০২১ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মনিরা সুলতানা। এসময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলার কৃষি কর্মকর্তা আবুল হোসেন মিয়া, মৎস্য কর্মকর্তা ফারুক হোসেন সাগর, আটুলিয়া ইউপি চেয়ারম্যান আবু সালেহ বাবু, বুড়িগোয়লিনী ইউপি চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল, শ্যামনগর সরকারি মহসীন কলেজের উপাধ্যক্ষ নাজিম উদ্দীন, এসডিজি উপজেলা নেটওয়ার্কের সহ-সভাপতি সেহেলি পারভীন (ঝর্ণা), সাধারণ সম্পাদক মোঃ আশিকুর রহমান এছাড়া আরও উপস্থিত ছিলেন জিও, এনজিও প্রতিনিধি, সুশীল সমাজ প্রতিনিধি সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। সার্বিক আলোচনা সভাটির সহযোগীটায় ছিলেন সুশীলন প্রতিনিধি- মীর হাসিবুল্লাহ, দিবাকর ঘোষ, শহীদুল ইসলাম ও মোমেনা খাতুন।