মাশরাফীকে শেখানো আমার সাজে না: রাসেল
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম প্রতিভাবান বোলার ছিলেন যশোরের সৈয়দ রাসেল। কিন্তু ইনজুরি তার ক্যারিয়ারে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হিসেবে দেখা দেয়। কখনো খেলা হয়নি দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল)।
খেলোয়াড় হিসেবে না থাকলেও এবার কোচ হিসেবে বিপিএলে আছেন সাবেক এই তারকা বোলার। বঙ্গবন্ধু বিপিএলে পালন করছেন ঢাকা প্লাটুনের বোলিং কোচের দায়িত্ব।
ঢাকা প্লাটুনের অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজার চেয়ে বয়সে এক বছরের ছোট সৈয়দ রাসেল। একসময় মাশরাফীর সঙ্গী হয়ে বাংলাদেশের পেস বোলিংয়ে প্রতিনিধিত্ব করেছেন তিনি। আর এখন তিনিই মাশরাফিদের বোলিং গুরু হিসেবে কাজ করছেন।
মাশরাফীকে শেখানো প্রসঙ্গে রাসেল বললেন, মাশরাফীকে শেখানো আমার সাজে না। তারপরও আমরা মতবিনিময় করি, নিজেদের অভিজ্ঞতার কথা আলোচনা-পর্যালোচন করি।
বিসিবি একাডেমি মাঠে শুক্রবার বিকেলে রাসেল বলেন, আমার জন্য এটা (প্রতিযোগিতামূলক ক্রিকেটে কোচিং) নতুন অভিজ্ঞতা, এখনো শিখছি।
জাতীয় দলের সাবেক এ পেসার বলেন, মাশরাফীর বোলিং নিয়ে কাজ করার তেমন কিছু নেই। ওর আসলে পরামর্শ দেয়া বলতে—বোলিংয়ে যে খুব একটা কিছু করতে হবে, তা না। ফিটনেস নিয়ে একটু কাজ করলেই ওর বোলিংটা ভালো হবে।