বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
আজ ১৪ ই ডিসেম্বর সকাল ১০ টায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্য জীবী জেলে সমিতি শ্যামনগর উপজেলা শাখার উদ্যোগে শ্যামনগর শহীদ মুক্তিযোদ্ধা সড়ক এস, কে সেরেস্তায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি সদর ইউনিয়ন শাখার সভাপতি সিনিয়র সাংবাদিক শেখ আবু সাইদ।
শহীদ বুদ্ধিজীবী দিবস পালন আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি শ্যামনগর উপজেলা শাখার সভাপতি মুক্তিযোদ্ধা আলী আশরাফ। প্রধান অতিথি বলেন যে, ১৯৭১ সালের এ দিনে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার, আল বদর আল শামস মিলিত ভাবে বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবী ডঃ মুনীর চৌধুরী, সাংবাদিক সিরাজুদ্দীন হোসেন, ডাঃ আলিম চৌধুরী, ডাঃ ফজলে রাব্বি, সাংবাদিক নিজামুদ্দিন আহম্মেদ, কালজয়ী উপন্যাস লেখক শহীদল্লা কায়সার, আনোয়ার পাশা, সন্তোষ ভট্রাচার্য্য, হৃদয় ছোয়া চলচিত্র জীবন থেকে নেয়া পরিচালক জহির রায়হান সহ ২১৮ জন বরেন্য বুদ্ধিজীবীকে আলবদর বাহিনী নির্মম ভাবে হত্যা করে বাঙ্গালী জাতিকে মেধা শূন্য করার লক্ষ্যে সুদুর প্রসারী পরিকল্পনার অংশ হিসেবে এ সকল বুদ্ধিজীবীদের হত্যার ঘটনা বিশেষ তৎপর্য বহন করে।
বিশেষ অতিথি ছিলেন আওয়ামী মৎস্যজীবী লীগ উপজেলা সভাপতি প্রভাষক মোহিত কুমার মন্ডল, জাতীয় মৎস্যজীবী সমিতির উপজেলা সভাপতি মধুজিত রপ্তান। বক্তব্য রাখেন শফিকুল ইসলাম সদর ইউনিয়ন সাধারণ সম্পাদক, রফিকুল ইসলাম, তাপস কুমার, ব্রজেন মন্ডল, মেম্বর জি, এম সোহরাব, সুপদ হালদার, আফছার আলী, আঃ ছাত্তার, বারেক গাজী, খলিল, আঃ রশিদ বিশ্বাস, মনোরঞ্জন মন্ডল, অসিৎ মন্ডল, অসীম মন্ডল, প্রমুখ। সভার প্রারম্ভে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীবরতা পালন করা হয়।