জেলা আ.লীগের নব-নির্বাচিত সভাপতি ও সম্পাদককে জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা
সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের নব-নির্বাচিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ ও সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম পুনরায় সভাপতি ও সাধারণ সম্পাদক হওয়ায় অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছে সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নেতৃবৃন্দ।
শনিবার (১৪ ডিসেম্বর) বেলা ১১টায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের বাসভবনে যান সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি.এম নুর ইসলাম, জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা, উপদেষ্টা অ্যাড. আজহারুল ইসলাম, জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সহ-সভাপতি অধ্যাপক মোজাম্মেল হোসেন, কাজী শওকত হোসেন ময়না, আব্দুর রব ওয়ার্ছি, সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান বাবু, যুগ্ম সম্পাদিকা ফরিদা আক্তার বিউটি, সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল, সাংগঠনিক সম্পাদক উন্নয়ন জ্যোৎস্না আরা, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী সুজন, প্রচার সম্পাদক আশরাফুল করিম ধনি, সদস্য ওয়ারেশ খান চৌধুরী, মোহাম্মদ আলী সিদ্দীকি, মাস্টার রফিকুল ইসলাম প্রমুখ। সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের নব-নির্বাচিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ ও সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সাথে সাতক্ষীরার উন্নয়নে ঐক্যবদ্ধভাকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এসময় সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।