ফের ক্ষমতায় বরিসের কনজারভেটিভ পার্টি
ব্রিটেনে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে জয়ী হয়েছে বরিস জনসনের ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি। বহুল আলোচিত এ নির্বাচনের ফলাফল নিয়ে কিছুটা আশঙ্কা ছিল দেশটির জনগণের মধ্যে। তবে সব শঙ্কাকে উড়িয়ে দিয়ে জয় পেয়েছে দেশটির কনজারভেটিভ পার্টি।
শুক্রবার স্থানীয় সময় ভোর ৫টা ১৮ মিনিটে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। খবর- বিবিসি’র
নির্বাচনে ৬৫০টি আসনের মধ্যে ৬৪৮টি আসনের ফলাফল জানা গেছে। সে অনুযায়ী ভোটে ৩৬৩টি আসন জিতেছে বরিস জনসনের নেতৃত্বাধীন কনজারভেটিভ পার্টি। এছাড়া লেবার পার্টি পেয়েছে ২০৩টি আসন, স্কটিশ ন্যাশনাল পার্টি পেয়েছে ৪৮টি আসন এবং লিবারেল ডেমোক্রেটরা পেয়েছে ১১টি আসন। এখনো ভোট গণনা চলছে।
বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৭টায় ভোটগ্রহণ শুরু হয়ে রাত ১০টায় শেষ হয় ভোটগ্রহণ। শুরু থেকেই এগিয়ে ছিল বরিস জনসনের কনজারভেটিভ পার্টি।
মোট ৬৫০টি আসনের ভোটের উপর ভিত্তি করে অনুষ্ঠিত এই নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠ দল দেশটির সরকার গঠন করে। সে হিসেবে সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে প্রয়োজন ৩২৬টি আসন। তবে একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও অন্য দলের সমর্থন নিয়ে পার্লামেন্ট গঠিত হতে পারে। সেই হিসেবে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা না হলেও একক সংখ্যাগরিষ্ঠতায় কনজারভেটিভ পার্টির জয় নিশ্চিত হওয়া গেছে।