২য় বিভাগ ক্রিকেট লীগ-২০১৯ এর ৬ষ্ঠ পর্বের ১ম খেলায় তুফান স্পোর্টিং ক্লাবের এর জয়
সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এবং সিবি ডায়গনষ্টিক এর পৃষ্ঠপোষকতায় সাতক্ষীরা স্টেডিয়ামে আজ ২য় বিভাগ ক্রিকেট লীগ-২০১৯ এর ৬ষ্ঠ পর্বের ১ম খেলা তুফান স্পোর্টিং ক্লাব বনাম নলতা কসমস’র মধ্যে অনুষ্ঠিত হয়।
খেলায় নলতা কসমস টসে জিতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৩টি উইকেট হারিয়ে ১১৯ রান করে, দলের শাওন সর্বোচ্চ ৩৯ রান করে। জবাবে তুফান স্পোর্টিং ক্লাব ব্যাট করতে নেমে ১৯.৪ ওভারে ৬টি উইকেট হারিয়ে ১২০ রান করে। ফলে তুফান স্পোর্টিং ক্লাব ৪উইকেটে জয়লাভ করে।
আগামী কাল ৬ষ্ঠ পর্বের ২য় খেলা কালিগঞ্জ ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদ বনাম নলতা কসমস এর মধ্যে অনুষ্ঠিত হবে।
Please follow and like us: