আফগানিস্তানে অভিযানে ২৫ জঙ্গি নিহত
আফগানিস্তানে সরকারি বাহিনীর চলমান অভিযানে কমপক্ষে ২৫ জঙ্গি নিহত হয়েছেন। সোমবার পূর্বাঞ্চলীয় ওয়ার্দাক প্রদেশে ওই চূড়ান্ত অভিযান চালানো হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসরাত রাহিমি বলেছেন, ওই অভিযানে বিদ্রোহীদের একটি ঘাঁটিও ধ্বংস করা হয়েছে।
তিনি বলেন, সশস্ত্র জঙ্গিদের নির্মূল না করা পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রী জেনারেল খোশাল সাদাতের তত্ত্বাবধানে পরিচালিত এ অভিযান অব্যাহত থাকবে। অবশ্য এ অভিযানকালে নিরাপত্তা বাহিনীর কেউ হতাহত হয়েছে কিনা সে সম্পর্কে তিনি কিছু বলেননি।
ময়দান শারসহ ওয়ার্দাক প্রদেশ কার্যত দেশটির সশস্ত্র গোষ্ঠী তালেবানদের নিয়ন্ত্রণে। তবে সরকারি বাহিনীর অভিযান সম্পর্কে তাদের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
Please follow and like us: