আশাশুনিতে আন্তার্জিক দুর্নীতি বিরোধী দিবস পালন
আশাশুনিতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস- ২০১৯ উপলক্ষে র্যালী, মানববন্ধন ও সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে স্মৃতি সৌধ চত্বরে ‘সবাই মিলে গড়বো দেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ” বাণী সম্বলিত ব্যানার স্থাপন, জাতীয় সংগীত ও দুদোকের পতাকা উত্তোলন, গণ স্বাক্ষর কার্যক্রম শুরু করা হয়।
উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, সততা সংঘের সদস্য, বিএনসিসি, গার্লস গাইডস, স্কাউটস সদস্য, দুপ্রক কর্মকর্তা-সদস্যদের অংশ গ্রহণে পরে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালী বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। এরপর মানববন্ধন শেষে শিক্ষার্থীদের সমাবেশে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজার সভাপতিত্বে ও দুপ্রক সেক্রেটারি আঃ হান্নানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, অধ্যক্ষ ড. মিজানুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, ওসি (তদন্ত) ইমারত হোসেন, আশাশুনি প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি দুপ্রক সহ-সভাপতি জি এম মুজিবুর রহমান প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন দুপ্রক সভাপতি অধ্যক্ষ চিত্তরঞ্জন ঘোষ।