ভারতে পেঁয়াজের দাম বৃদ্ধিতে মন্ত্রীর বিরুদ্ধে মামলা
ভারতে পেঁয়াজের দাম বৃদ্ধিতে দেশটির কেন্দ্রীয় মন্ত্রী রাম ভিলাস পাসওয়ানের উপর মামলা করা হয়েছে। তার বিরুদ্ধে মানুষকে বিভ্রান্ত ও প্রতারণা করার অভিযোগ আনা হয়েছে। খবর এনডিটিভি’র
ভারতের বিহারের মুজাফফরপুর জেলার এক সমাজকর্মী তার বিরুদ্ধে এ মামলাটি করেছে। ১২ ডিসেম্বর এ মামলার শুনানির দিন নির্ধারণ করেছে ভারতীয় আদালত।
মামলা করা সেই কর্মী তার অভিযোগে বলেছেন, পাসওয়ান কেন্দ্রীয় ভোক্তা, খাদ্য ও জন বিষয়ক মন্ত্রী হয়েও পেঁয়াজের দাম পরীক্ষা করতে ব্যর্থ হয়েছেন।
অভিযোগে আরো বলা হয়েছে, মন্ত্রী তার বক্তব্যের মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করেছেন। তিনি বলেছিলেন যে, কালো বাজারের বিপণনের কারণে সবজির দাম বৃদ্ধি পেয়েছে।
Please follow and like us: