কলারোয়া পৌরসভা ও চন্দনপুরে ঘূর্ণিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের মাঝে চাল বিতরণ
ঘূর্ণিঝড় বুলবুলে কলারোয়া পৌরসভায় ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের মধ্যে ২০ কেজি করে এবং চন্দনপুর ইউনিয়নের অসহায় ক্ষতিগ্রস্তদের মাঝে ১০কেজি করে জিআর চাল বিতরণ করা হয়েছে। রোববার সকালে কলারোয়া পৌর সভার ভারপ্রাপ্ত মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ চাল বিতরণের উদ্বোধন করেন। এসময় সেখানে উপস্থিত ছিলেন-পৌরসভার সচিব সচিব তুয়ার কান্তি দাস, পৌর কাউন্সিলর ফারহানা হোসেন, সন্ধ্যা রানী বর্মণ, লুৎফুন নেছা, শেখ জামিল হোসেন, পৌর কাউন্সিলর আলফাজ উদ্দীন, মেজবাহ উদ্দীন লিলু, শেখ ইমাদুল ইসলাম ইমাদ, আকিমুদ্দিন আকি, জাহাঙ্গীর হোসেন।
পৌর সভার ভারপ্রাপ্ত মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল বলেন- ৯টি ওয়ার্ডে ২টন চাল ১০০জনের মধ্যে ২০ কেজি করে বিতরণ করা হয়। অপরদিকে, উপজেলার চন্দনপুরে ঘূর্ণিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্তদের মাঝে চন্দনপুর ইউনিয়ন পরিষদে এ চাল বিতরণের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি। চন্দনপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ১৯৮জনের মধ্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
চাল বিতরণকালে উপস্থিত ছিলেন-প্যানেল চেয়ারম্যান ইউপি সদস্য মোঃ অলিয়ার রহমান, মোঃ কামাল হোসেন, মোঃ শাহাদাৎ হোসেন, মোঃ আব্দুস সালাম, আব্দুল হামিদ, মোঃ আরিফুজ্জামান, মোঃ নজরুল ইসলাম, মোঃ হাসান মাসুদ পলাশ, মোঃ ইমাম হোসেন, ওমহিলা ইউপি সদস্যা মোছাঃ মাজেদা খাতুন, মোছাঃ জাহানারা খাতুন, মোছাঃ গফুরুননেছা, মোঃ ইকবাল হোসেন, উদ্যোক্তা মোঃ আমিনুর রহমানসহ এলকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।