সাতক্ষীরায় প্রাণ সায়র খাল পুনঃখনন ও নাগরিকদের করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
“প্রাণ সায়র খাল পুনঃখনন ও নাগরিকদের করণীয়” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সাতক্ষীরায়। নাগরিক আন্দোলন ম সাতক্ষীরার আয়োজনে শুক্রবার সকালে প্রেসক্লাবের শহিদ আলাউদ্দীন মিলনায়তনে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
নাগরিক আন্দোলন মঞ্চ সাতক্ষীরার সভাপতি অ্যাড. ফাহিমুল হক কিসলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মাসুমের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপী, সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের জেলা সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবেদুর রহমান, প্রেসক্লাবের সাবেক সভাপতি সুভাষ চৌধুরী, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, বাসদের জেলা সমন্বয়ক নিত্যানন্দ সরকার, বাংলাদেশ জাসদের জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলী প্রমুখ।
প্রাণ সায়র খাল পুনঃখনন সাতক্ষীরাবাসীর প্রাণের দাবি উল্লেখ করে বক্তারা বলেন, শহরের মাঝ দিয়ে প্রবাহিত ‘প্রাণ সায়র’ খাল পুনঃখননের কাজ শতভাগ বুঝে নেবে সাতক্ষীরার নাগরিক সমাজ। এই খালের খনন কাজে কোন প্রকার অস্বচ্ছতা এবং অনিয়ম-দুর্নীতি নাগরিকরা মেনে নেবেন না বলে জানান নাগরিক নেতৃবৃন্দ। বক্তারা আরো বলেন, সাড়ে ১৪ কিলোমিটার খাল পুনঃখননের জন্য যে ১২ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে তা স্বচ্ছতার সাথে ব্যয় করতে হবে। একই সাথে সিএস রেকর্ড অনুযায়ী খাল খনন করতে হবে এবং এই খালকে তার পূর্বের রূপ ফিরিয়ে দিতে হবে।
মতবিনিময় সভায় এ সময় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ গ্রহণ করেন।