পাটকেলঘাটায় র্যাবের অভিযানে ৭২০ টি নকল স্বর্ণের পয়সা উদ্ধার-আটক ২
পাটকেলঘাটায় ৭২০ টি নকল স্বর্ণের পয়সাসহ ০২জন প্রতারক’কে আটক করেছে র্যাব-৬।আটককৃত হল সাতক্ষীরা সদরের কাশেম সরদারের ছেলে আজগর আলী সরদার(৪৫) অপর জন হল খুলনা জেলার কয়রা থানার তেতুল ডাঙা গ্রামের মৃত মনির উদ্দীন সরদারের ছেলে আনারুল সরদার (৪২)।
র্যাব সুত্রে জানা যায়, গত বৃহস্পতিবার(০৫ডিসেম্বর) বিকাল আনুমান ৫ ঘটিকার সময়ে এএসপি মোঃ তোফাজ্জল হোসেন এর নেতৃত্বে র্যাব-৬ এর একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে কুমিরা বাজারে অবস্থান করছিল। এসময় তারা জানতে পারনে যে, থানাধীন তৈলকুপা গ্রামের সাধুখা পাড়ার মোঃ শফিকুল ইসলামের বাড়ির
সামনে কতিপয় ব্যক্তি তামার পয়সা সাদৃশ্য বস্তুকে স্বর্ণের পয়সা বলে ক্রয়-বিক্রয় করছে। এসময় তাৎক্ষনিকভাবে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃত আসামীদের দেহ তল্লাশীকরে ৭২০টি নকল স্বর্ণের পয়সা, ০২টি মোবাইল ফোন এবং ০৩টি সীমকার্ড জব্দ করা হয়। শুক্রবার পাটকেলঘাটা থানায় র্যাবের পক্ষ থেকে
একটি মামলা দ্বায়ের করা হয়েছে।
পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্য ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ব্যাপারে পাটকেলঘাটা থানায় র্যাবের পক্ষ থেকে একটি মামলা দ্বায়ের করা হয়েছে। মামলা নং০৪।