প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, তাদেরকেও সমাজে প্রতিষ্ঠিত করতে হবে,উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী
অভিগম্য আগামীর পথে এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কালিগঞ্জ উপজেলায় ২৮তম আন্তর্জাতিক ও ২১তম জাতীয় প্রতিবন্ধী দিবসে র্যালীও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(৫ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদের সামনে থেকে একটি র্যালী বাহির হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে অফিসার্স ক্লাবে এসে শেষ হয়।র্যালী শেষে অফিসার্স ক্লাবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কালিগঞ্জ শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চুর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক রাসেল এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সিনিঃ সহ-সভাপতি সাঈদ মেহেদী।তিনি বলেন,শারীরিকভাবে অসম্পূর্ণ মানুষদের প্রতি সহমর্মিতা ও সহযোগিতা প্রদর্শন ও তাদের কর্মকারের প্রতি সম্মান জানানোর উদ্দেশ্যেই এই দিবসটির সূচনা। প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, তাদেরকেও শিক্ষা দিয়ে সমাজে প্রতিষ্ঠিত করা যায় ।
তারাও দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারে। তিনি বলেন কালিগঞ্জ উপজেলায় প্রায় ৫ হাজারের মত প্রতিবন্ধী রয়েছে। তাদেরকে সমাজসেবা অফিসের মাধ্যমে সরকারী সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। যদি কোন প্রতিবন্ধী সরকারী সুযোগ সুবিধার বাইরে থাকে তাদেরকেও আগামীতে সরকারী সুযোগ সবিধা প্রদান করা হবে। তিনি সমাজের সকলকে প্রতিবন্ধীদের পাশে দাঁড়িয়ে সহযোগীটার আহবান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রাণী ঘোষ।বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলাম প্রমুখ।
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসে সুবর্ণ নাগরিক উন্নয়ন সংস্থা, ডি আর আর এ, মিডা,মানব সম্পদ, ইডা, অগ্রগতি সংস্থা, এমজেএফ, লাইফ সেন্টার, রুপসী বাংলা, প্রতিবন্ধী নারী, পুরুষ, শিশু ও সংগঠনের নেতাকর্মী, সরকারী কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।