এনইউবিটি খুলনা এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এর যৌথ উদ্যোগে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন
নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনা ও স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিভাগের যৌথ উদ্যোগে আজ দুপুরে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০১৯ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।এ সময় বক্তারা শিশুদের মাতৃদুগ্ধ খাওয়ানোর উপর গুরুত্ব আরোপ করেন। এবারের প্রতিপাদ্য বিষয় হলে ‘‘শিশুকে মাতৃদুগ্ধ পান করাতে মাতা- পিতাকে উৎসাহিত করুন’’।
এ সময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার,ড.শাহ আলম, কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিয়ারিং বিভাগের কো- এ্যাডভাইজর ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মোঃ রবিউল ইসলাম, ডিরেক্টরস অব স্টুডেন্ট অ্যাফেয়ার্স, রাজীব হাসনাত শাকিল, ব্যবসা প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক জনাব মাসুম মুরতাজা, বাংলাদেশ ব্রেষ্ট ফিডিং ফাউন্ডেশন এর সহকারী প্রোগ্রাম অফিসার, সুজিত মৌলিক,ও প্রোগ্রাম অফিসার,এ.টিএম.নাসিদ কামাল সহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান সহ সকল বিভাগের শিক্ষক,শিক্ষার্থীরা।