দেবহাটায় দুটি ব্রিজের নির্মাণ কাজের উদ্বোধন
দেবহাটার চিনেডাঙ্গা এলাকায় ইছামতি নদীর সাথে সংযুক্ত মতিঝিল খালের ওপর ৩১ ফুট এবং কুলিয়ার রঘুনাথপুর ও টিকেট এলাকার লাবন্যবতীর শাখা খালের ওপর ৩১ ফুট দৈঘ্যের দুটি ব্রীজ নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল ১০টায় খাল দুটির ওপর ব্রীজ নির্মান কাজের আনুষ্ঠানিক উদ্বোধণ করেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আব্দুল গণি।
এসময় দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, দীর্ঘদিন ধরে উপজেলার চিনেডাঙ্গা, রঘুনাথপুর, টিকেট ও তৎসংলগ্ন এলাকার সাধারন মানুষ ব্রীজ না থাকায় সাঁকোর মাধ্যমে খাল পারাপার সহ দৈনন্দিন জীবনযাপনে তীব্র দুর্ভোগ পোহাচ্ছিল। তাদের দীর্ঘদিনের দাবীর প্রেক্ষিতে চলতি অর্থবছরে ব্রীজ দুটি নির্মানে সরকারীভাবে প্রায় ৬০ লকষ টাকা বরাদ্দ দেয়া হয়। সম্প্রতি বরাদ্দকৃত সরকারী ওই অর্থে শুরু হতে যাচ্ছে ব্রীজ দুটির নির্মান কাজ।