শীতে লিপস্টিক ব্যবহারে এই ভুলগুলো এড়িয়ে চলুন
লিপস্টিক নারীর সৌন্দর্য বৃদ্ধি করার একটি প্রসাধনী। তাই বেশিরভাগ মেয়ের ব্যাগেই লিপস্টিক থাকে। খুব সহজেই নিজের ‘লুক’ পরিবর্তন করে ফেলতে লিপস্টিকের জুড়ি নেই।
তবে লিপস্টিক ব্যবহার করতে গিয়ে নারীরা সচরাচর কিছু ভুল করে থাকেন। বিশেষ করে শীতে এই ভুলগুলো বেশি হয়ে থাকে। চলুন তবে জেনে নেয়া যাক সে ভুলগুলো সম্পর্কে-
> অনেকের ঠোঁট মসৃণ হয়, আবার কারো ঠোঁটে ভাঁজ থাকে। ভাঁজের উপরের অংশ বেশি শুষ্ক হয়ে যায়। ফলে লিপস্টিক ঠিকমতো দেয়া হয়ে ওঠে না। কারণ, শুষ্ক ত্বকে লিপস্টিক সর্বোচ্চ সৌন্দর্য্য ফুটিয়ে তুলতে পারে না; দৃষ্টিকটূও লাগে। এজন্য ঠোঁট আগে হালকা ভিজিয়ে নিয়ে লিপস্টিক দেয়া যেতে পারে। আবার পেট্রোলিয়াম জেলি বা তেল দিয়ে ঠোঁট ভিজিয়ে রেখে তারপর লিপস্টিক লাগাতে পারেন।
> যাদের ঠোঁটের চামড়া উঠে যাচ্ছে, তারা লিপস্টিক দেয়ার ক্ষেত্রে অনেক সময় সচেতন থাকেন না। সেই মরা চামড়ার ওপরই লিপস্টিক দিয়ে দেন। এতেও দৃষ্টিকটূ লাগে।
> অনেকেই লিপলাইনার ব্যবহার করেন না। আবার অনেকে সঠিক রঙের লিপস্টিক ব্যবহার করতে পারেন না। যে ধরনের শাড়ি বা গহনা পরেছেন। তার সঙ্গে মেকাপের মিল থাকলেও অনেকেই ভুল রঙের লিপস্টিক নির্বাচন করেন। কেউ আবার অনেক বেশি পরিমাণে লিপস্টিক ব্যহার করেন। যা একেবারেই বেমানান দেখায়।