দেবহাটায় ৮৫৭ মে: টন আমন ধান ক্রয়ে লটারির মাধ্যমে কৃষকদের তালিকা নির্ধারণ
দেবহাটা উপজেলাতে চলতি রোপা আমন ২০১৯-২০ এর ৮৫৭ মে: টন ধান সরকারী ভাবে ক্রয়ের জন্য পাঁচটি ইউনিয়ন থেকে লটারির মাধ্যমে প্রকৃত কৃষকদের তালিকা নির্ধারণ করা হয়েছে। সোমবার সকাল ১০ টায় দেবহাটা উপজেলা পরিষদ হলরুমে সরকারী ধান ক্রয় সংক্রান্ত উপজেলা কমিটির নেতৃবৃন্দদের উপস্থিতিতে ইউনিয়ন ওয়ারী কার্ডভুক্ত ৩ হাজার ৭৪ জন কৃষকের মধ্য থেকে লটারির মাধ্যমে ৮৫৭ জন কৃষকের তালিকা নির্ধারণ করা হয়। নির্ধারিত তালিকার কুলিয়া ইউনিয়ন থেকে ২০০ জন, পারুলিয়া ইউনিয়ন থেকে ২০০ জন, সখিপুর ইউনিয়ন থেকে ১৫০ জন, নওয়াপাড়া ইউনিয়ন থেকে ২১০ জন এবং দেবহাটা সদর ইউনিয়ন ৯৭ জন কৃষক নিজেদের চাষাবাদ কৃত সর্বোচ্চ ১ মে: টন করে রোপা আমন ধান কৃষি অধিদপ্তরের মাধ্যমে সরকারী খাদ্য গুদামে সরবরাহ করতে পারবেন।
এসময় দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, দেবহাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) উজ্জল কুমার মৈত্র, উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্মাদ তিতুমীর, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মনিরুজ্জামান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শওকত ওসমান, দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ইব্রাহিম খলিল, পারুলিয়া খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবপ্রসাদ দাশ প্রমুখ।