ভারতে ‘ডাইনি’ অপবাদে ১০৭ জনকে হত্যা
ভারতের নানা অঞ্চলে ডাইনি অপবাদে নারী-পুরুষদের পিটিয়ে বা কুপিয়ে হত্যা করা হচ্ছে। কুসংস্কারের কারণে এসব হতাহতের ঘটনা মধ্য, পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বেশি পরিমাণে ঘটেছে। খবর- ওয়ান ইন্ডিয়া।
ভারতের সংসদ বিষয়ক মন্ত্রী চন্দ্র মোহন পাটোয়ারি জানান, শুধু আসামে ২০১১ সাল থেকে এখন পর্যন্ত ১০৭ জনকে ডাইনি সন্দেহে খুন করা হয়েছে। ২০১৬ সালের মে মাস পর্যন্ত ৮৪ জনের মৃত্যু হয়েছে। আর ২০১৯ সালের অক্টোবর মাস পর্যন্ত আরো ২৩ জনকে একই কারণে হত্যা করা হয়েছে।
ভারতের স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, আসামের কোকরাঝাড়, চিরাং এবং উডালগৌরি জেলায় ডাইনি সন্দেহে হত্যার ঘটনা সবচেয়ে বেশি। কোকরাঝাড়ে এখন পর্যন্ত ২২ জনকে হত্যা করা হয়েছে।
এছাড়া চিরাং জেলায় ১৯ জনকে খুন করা হয়েছে। আর উডালগৌরি জেলায় ১১ জনকে খুন করা হয়েছে। বিশ্বনাথে নয়জনের মৃত্যু হয়েছে। গোয়াল পাড়ায় সাতজন, নগাঁওয়ে ছয়জন এবং তিনসুকিয়ায় ছয়জনকে খুন করা হয়েছ। কার্বি আংলং এবং মাজুলিতে চারজনকে খুন করা হয়েছে।
শুধু নারীরাই নয়, পুরুষরাও এই কুসংস্কারের বলি হয়েছেন আসামে। ২০১৬ সালের মে মাসের পর থেকে যে ২৩ জনকে ডাইনি সন্দেহে খুন করা হয়েছে তার মধ্যে ১২ জন পুরুষ এবং ১১ জন নারী।
এদিকে এই কুসংস্কার নিয়ন্ত্রণে আইন তৈরি হয়েছে। কিন্তু সচেতনতার অভাবে কোনোভাবেই নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। সরকারের পক্ষ থেকেও তেমন সচেতনতা প্রচার অভিযান চালানো হয়নি।
সূএ: ডেইলি বাংলাদেশ