কেশবপুরে ব্যাল্যবিবাহ প্রতিরোধে ভূমিকা রাখায় ইউএনও মিজানুর রহমান-কে সম্মাননা প্রদান
যশোরের কেশবপুর উপজেলা আইন সহায়তা কমিটির এক সভা রবিবার দলিত হারচয়েস প্রকল্পের আয়োজনে ও আইসিডিআই নেদারল্যান্ডের সহযোগিতায় উপজেলা ক্রীড়া সংস্থার হলরুমে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমানের সভাপতিত্বে ও দলিত হারচয়েস প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক নাজমিন নাহারের পরিচালনায় বক্তব্য রাখেন পৌর মেয়র রফিকুল ইসলাম ও উপজেলা উপজেলা কৃষি অফিসার মহাদেব চন্দ্র সানা।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার তরিকুল ইসলাম, মহিলা বিষয়ক অফিসার রূপালী রানী, থানার তদন্ত ওসি রিপন বালা, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, মেডিকেল অফিসার ডাঃ আহসানুল মিজান রুমি, শিক্ষিকা রীতা ব্যানার্জী, দলিত হারচয়েস প্রকল্পের ফাইন্যাান্স এন্ড একাউন্টস অফিসার সঞ্জয় রায় প্রমুখ। সভায় দলিত হারচয়েস প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক নাজমিন নাহার-সহ অন্যান্য কর্মকর্তাদের সংবাদের ভিত্তিতে ব্যাল্যবিবাহ প্রতিরোধে কার্যকরী ও সময়োপযোগি পদক্ষেপ গ্রহণ করে ব্যাল্য বিবাহ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমানকে সম্মাননা প্রদান করা হয়।