আমন ধান সংগ্রহ (২০১৯-২০) এর আওতায় দৈবচয়ন ভিত্তিতে কৃষক নির্বাচনে লটারি
ডুমুরিয়া উপজেলায় আমন ধান সংগ্রহ (২০১৯-২০) এর আওতায় দৈবচয়ন ভিত্তিতে কৃষক নির্বাচনে লটারি উপলক্ষে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। রবিবার দুপুর ১২টায় ডুমুরিয়ার শহীদ জোবায়ের আলী মিলনায়তনে অনুষ্ঠিত সভায় উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার ভূমি সঞ্জীব দাশ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক মৎস্য ও পানিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, এম পি ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডুমুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ। বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার মোঃ মোছাদ্দেক হোসেন, খাদ্য অফিসার সুজিত কুমার মুখার্জি, মহিলা বিষয়ক কর্মকর্তা রিনা মজুমদার, খাদ্য গুদাম রক্ষক কর্মকর্তা ইলিয়াস হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান, সমবায় অফিসার এফ এম সেলিম আখতার, দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন প্রতাপ কুমার রায়, ষ্টেশন অফিসার গাজী আব্দুল হাই, চেয়ারম্যান রেজায়ন মোল্লা, কৃষক মোশাররফ হোসেন কচি, আওয়ামী লীগের নেতা খান আবু বকর, আসফর হোসেন জোয়াদ্দার, প্রভাষক গোবিন্দ ঘোষ প্রমুখ।
ডুমুরিয়া উপজেলায় আমন ২০ হাজার ৪শ’ ২৬জনের মধ্যে ৩ হাজার ১ শত ৭০ জন কৃষকের নিকট থেকে জনপ্রতি ৫শ’ কেজি করে আমন ধান সংগ্রহ করা হবে । প্রতি কেজি ধান ক্রয় করবেন ২৬ টাকা এতে করে ১৫ % কৃষকের নিকট থেকে ধান ক্রয় করা হবে। বাকী ৮৫% কৃষক ধান বিক্রি থেকে বঞ্চিত হচ্ছেন। উল্লেখ্য, ডুমুরিয়া উপজেলায় ১৫ হাজার ২শ’ হেক্টর জমিতে চলতি বছরে আমন ধান উৎপাদন হয়েছে।