পাটকেলঘাটায় শ্রমজীবী সমবায় সমিতির পরিচালকের অনিয়ম দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত
পাটকেলঘাটায় শ্রমজীবী সমবায় সমিতির নির্বাহী পরিচালক শেখ রহমত আলীর বিরুদ্ধে ঋণ গ্রহীতাদের জিম্মি করে ফাঁকা চেক ও নন জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া, ৪ থেকে ৫ গুণ টাকার পরিমাণ উল্লেখ করে আদালতে মামলা দিয়ে হয়রানী সহ নানাবিধ অনিয়ম, দুর্নীতির প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল বেলা সাড়ে ১১ টার সময় শতাধিক ভুক্তভোগীরা প্রতিকার চেয়ে পাটকেলঘাটা বাজারস্ত ৫ রাস্তা মোড়ে ঘন্টা ব্যাপী মানববন্ধন করে। এসময় বক্তব্য রাখেন ভুক্তভোগী ব্যবসায়ী শেখ রবিউল ইসলাম, অবসরপ্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আমজাদ হোসেন, ছাত্রনেতা মনিরুজ্জামান, ভুক্তভোগী রবিউল ইসলাম, মিনারা খাতুন, আমেনা খাতুন, আজিজুর রহমান ও সামিউল ইসলাম সহ আরো অনেকে। বক্তারা পাটকেলঘাটা শ্রমজীবী সমবায় সমিতির নির্বাহী পরিচালকের নানাবিধ অনিয়ম দুর্নীতি ও অনৈতিক কর্মকান্ডের প্রতিকার সহ অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন। বিষয়টি নিয়ে সমিতির নির্বাহী পরিচালকের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তার ব্যবহৃত ০১৭১৮২৪৬৩২৭ নং মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।