ডুমুরিয়ায় নারী ও শিশু উন্নয়ন সচেতনতা মুলক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত
নারী ও শিশু উন্নয়ন সচেতনতা মুলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্ষায়) শীর্ষক প্রকল্পের আওতায় নেতৃত্ব স্হানীয় ব্যাক্তি বর্গের ওরিয়েন্টেশন কর্মশালা সভায় সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা নিবার্হী অফিসার (ভারপ্রাপ্ত)ও সহকারী কমিশনার ভূমি সঞ্জীব দাশ।
প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন ডুমুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, ডাঃ সুফিয়ান রোস্তম, মুক্তিযোদ্ধা কমান্ডার নূরোল ইসলাম মানিক, ভাইস চেয়ারম্যান গাজী আব্দুল হালিম, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন পারভীন রুমা, খুলনা জেলা তথ্য উপ-পরিচালক গাজী জাকির হোসেন, খন্দকার আরিফুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা নীলা মজুমদার, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালমা রহমান ,
ডুমুরিয়া মহিলা স্মৃতি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ শেখ শহিদুল ইসলাম, সাংবাদিক আবদুস সালাম, কাজী আব্দুল্লাহ, মাহাতাব হোসেন, এম এ এরশাদ, আব্দুল জলিল, সিরাজুল ইসলাম, জাহিদুর রহমান বিপ্লব,শিক্ষক অনিতা মন্ডল, ইউপি সদস্য আব্দুল গাফফার প্রমুখ।বক্তারা ডুমুরিয়ায় যৌতুক বাল্যবিবাহ,স্যানিটেশন,জন্ম নিবন্ধন, মাদক ও জঙ্গিবাদ প্রতিরোধ সম্পর্কে ব্যাপক আলোচনা হয়।