ডুমুরিয়ায় মতুয়া মহা সম্মেলন ও মহোৎসব অনুষ্ঠিত
ডুমুরিয়া মাদারতলা বাজারে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় ষষ্ঠ বর্ষ মতুয়া মহা সম্মেলন ও মহোৎসব অনুষ্ঠিত হয়। শুভাধিবাস ও বিগ্রহ প্রতিষ্ঠা শ্রী শ্রী হরি লীলামৃত পাঠ ও হরিনাম সংকীর্তন এডভোকেট নিউটন মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আলোকিত অথিতি হিসাবে উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ। বিশেষ অতিথি মান্যবর হিসেবে উপস্থিত ছিলেন ডুমুরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব আমিনুল ইসলাম বিপ্লব।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রভাষক সুনীল কুমার মন্ডল, বাংলাদেশ মতুয়া মহাসঙ্গ যুগ্ম মহাসচিব রতন কুমার মিত্র,৭ নং শোভনা ইউপি চেয়ারম্যান ও মাদারতলা বাজার কমিটির সভাপতি বাবু সুরঞ্জিত কুমার বৈদ্য,১৪ নং মাগুরখালী ইউপি চেয়ারম্যান বিমল কৃষ্ণ সানা, বাংলাদেশ মতুয়া সংঘের ডুমুরিয়া শাখা সহ-সভাপতি বিকাশ চন্দ্র মন্ডল, বিশিষ্ট ব্যবসায়ী ও সভাপতি বাদুরগাছা মঠ মন্দির বাবু রঞ্জন কুমার সরদার, সিনিয়র টেকনিক্যাল এ্যাডভাইজার বাবু পঞ্চানন কুমার ঢালী, মাগুরখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বান্দা স্কুল এন্ড কলেজের প্রভাষক বাবু সরোজ কুমার রায়, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক বাবু অজিত কুমার সরদার, চালনা সোনালী ব্যাংকের ব্যবস্থাপক বাবলু মন্ডল, তালা সরকারি হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার রাজিব সরদার, সৈয়দ ঈসা টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের প্রভাষক বাবু বিজন কুমার রায়, সহকারী উপজেলা শিক্ষা অফিসার শুভঙ্কর মণ্ডল, পল্লীশ্রী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাস চন্দ্র সরকার, পল্লীশ্রী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বনোমালী মল্লিক, পূর্বালী ব্যাংক লিমিটেড চুকনগর শাখার সিনিয়র অফিসার অমিত মণ্ডল, সোনালী ব্যাংক লিমিটেডের চালনা শাখার সিনিয়র অফিসার তুষার মণ্ডল, মাদারতলা মহান্দ বাজার পূজা উদযাপন পরিষদের সভাপতি পুলিনবিহারী মণ্ডল প্রমুখ।
প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন মাতুয়াচার্য্য শ্রী সাগর সাধু ঠাকুর শ্রীধাম লক্ষী পুর,বিশেষ আলোচক নারায়নগঞ্জের চন্দ্র গোস্বামী অধ্যক্ষ্য মহামায়া ধাম জিয়ালতলা,উক্ত অনুষ্ঠানে ধর্মীয় আলোচক বৃন্দ হিসাবে উপস্থিত ছিলেন শ্রী প্রশান্ত কুমার হালদার, অনুপম টিকাদার, শ্রী কঙ্কণ বৈরাগী, শ্রী ডাক্তার প্রণব সরকার, কৃষ্ণপদ মণ্ডল, ও অনুষ্ঠানটি পরিচালনা করেন সুকুমার মণ্ডল। ও তত্ত্বাবধানের দায়িত্বে ছিলেন মনোতোষ গোলদার ও শিবপদ গোলদার অনুষ্ঠানে সভাপতি নিউটন মণ্ডল সমাপনী বক্তব্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত ঘোষণা করেন।