কেশবপুরে মানবিক সমাজ গঠনে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত
যশোরের কেশবপুর উদীচী শিল্পীগোষ্ঠীর বাস্তবায়নে ও শিকড়ের সন্ধানের আহ্বানে মানবিক সমাজ গঠনের অন্তরায় শীর্ষক গোলটেবিল বৈঠক শুক্রবার সকালে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশ গ্রহণে শহরের পরিত্রাণ প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। শিকড়ের সন্ধানের আহ্বায়ক মুক্তিযোদ্ধা মনিমোহন ধরের সভাপতিত্বে ও টুম্পা ধরের সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন এ্যাড. আবু বক্কর সিদ্দিক।
বক্তব্য রাখেন পরিত্রাণের নির্বাহী পরিচালক মিলন দাস, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, ডাঃ সৌমেন বিশ্বাস, অধ্যাপক কানাইলাল ভট্টাচার্য, সাহিত্যিক অনুপম ইসলাম, সাংবাদিক দিলীপ মোদক, প্রধান শিক্ষক নিখিল চন্দ্র দাস, শিক্ষক অপর্না আইচ, প্রভাষক কুন্তল বিশ্বাস, শিক্ষক আমিনুর রহমান, সুবির বসু, উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি অনুপম মোদক, সাধারণ সম্পাদক নিমাই চাঁদ নন্দন প্রমুখ।