সাতক্ষীরাতে প্রথমবারের মত সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক প্রাতিষ্ঠানিক গনশুনানী অনুষ্ঠিত
বঙ্গবন্ধুর সোনা বাংলায় শেখ হাসিনার অবদান, বিনামূল্যে এইডে আইনি সেবাদন” এই শ্লোগানে সাতক্ষীরায় প্রথমবারের মত সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক প্রাতিষ্ঠানিক গনশুনানী অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার বিকালে ইউএসএআইডি’র অর্থায়নে জেলা আইন সহায়তা কমিটি ও উইমেন জব ক্রিয়েশন সেন্টার এর যৌথ আয়োজনে সাতক্ষীরা সদরের ব্রহ্মরাজপুর ইউনিয়ন চত্বরে আয়োজিত গনশুনানীতে ইউপি চেয়ারম্যান সম শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা লিগ্যাল এইড এর দায়িত্বরত কর্মকর্তা ও সিনিয়র সহকারী বিচারক সালমা আক্তার।
তিনি তার বক্তব্যে বলেন, আর্থিকভাবে অসচ্ছল, অসহায়-সম্বলহীন এবং বিভিন্ন আর্থ-সামাজিক কারণে বিচার প্রাপ্তিতে অসমর্থ জনগণকে সম্পূর্ণ সরকারী খরচে আইনগত সহায়তা প্রদান করা হচ্ছে। এতে করে ধনী-গরীব ব্যবধান দূর হবে এবং সকলের অধিকার নিশ্চিতের মাধ্যমে ন্যায্য বিচার প্রতিষ্ঠিত হবে। এর ফলে যাদের টাকা নেই তারাও তাদের কাঙ্খিত বিচার পাবে। তিনি আরও বলেন, আপনারা আপনাদের এই সংশ্লিষ্ট যে কোন বিচারের দাবিতে আমার কাছে আসবেন আমি আপনাদের সমস্যা সমাধানের সর্বোচ্চ সহযোগিতা করবো।এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা মোঃ আসাদুজ্জামন, লিগ্যাল এইড এর প্রকল্প সমন্বকারী মোঃ ইউনুস আলী, ব্রহ্মরাজপুর ইউনিয় পরিষদের সদস্যবৃন্দ প্রমুখ।