প্রতাপনগর জামে মসজিদে ঈদে মীলাদুন্নবী পালন
আশাশুনি উপজেলার প্রতাপনগর তালতলা বাজার (পূর্বপাড়া মহলদার বাড়ি) জামে মসজিদে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদে মীলাদুন্নবী (সঃ) উপলক্ষে বিশেষ আলোচনা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাদ মাগরিব হতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাওঃ আরিফ বিল্লাহর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে রসুলুল্লাহ (সঃ) এর জীবনী নিয়ে আলোচনা করেন, প্রতাপনগর এ বি এস সিনিয়র মাদরাসার সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব মাওঃ এ কে এম রুহুল আমিন।
অতিথিদের মধ্যে আলোচনা করেন ও উপস্থিত ছিলেন, হাফেজ মাওলানা আফজাল হোসেন, প্রভাষক মাওঃ আনোয়ারুল ইসলাম, প্রভাষক মাওঃ শফিকুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু দাউদ ঢালীসহ বিভিন্ন আলেমেদ্বীন আলোচনা করেন। সর্বশেষ তামাম জাহানের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
Please follow and like us: