সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগ নেতা ইমামুল হক’র মৃত্যুতে এমপি রবি’র শোক
সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও শহীদ স্মৃতি কলেজের প্রদর্শক ইমামুল হক’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সংক্রান্ত ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা সদর -০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
ইমামুল হক সোমবার (২৫ নভেম্বর) রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করে সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান। (ইন্না—রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর। ইমামুল হক সোমবার রাতে হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হলে তাকে কুশখালী ইউনিয়নের সাতানী ভাদড়া গ্রামের বাড়ি থেকে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়ার সময় পতিমধ্যে তিনি ইন্তেকাল করেন। তার মৃত্যুতে এমপি রবি বলেন, আমি খুবই মর্মাহত ও গভীরভাবে শোকাহত। সে বাংলাদেশ আওয়ামী লীগের একজন পরীক্ষিত নিবেদিত প্রাণ ছিল।
ইমামুল হক সাতক্ষীরা সদর উপজেলার কুশখালি ইউনিয়নের ভাদড়া গ্রামের মৃত হারুন উর রশিদের ছেলে। সে মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছে। বাংলাদেশ আওয়ামী লীগ একজন দক্ষ কর্মীকে হারাল। রাজনৈতিক অঙ্গনে তার এ অভাব কখনও পূরণ হওয়ার নয়। এদিকে, সবার প্রিয় ইমামুল হক’র মৃত্যুতে তার নিজ গ্রামের বাড়ি সাতানী ভাদড়াসহ সাতক্ষীরার বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।