কালিগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি উদযাপনের উদ্বোধন
কালিগঞ্জে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন হয়েছে। মঙ্গলবার(২৬ নভেম্বর) বেলা ১১ টায় কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস প্রাঙ্গণে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোজ্জামেল হক রাসেল এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি সাঈদ মেহেদী।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজের অধ্যক্ষ ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাফরুল আলম বাবু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাষ্টার নরীম আলী মুন্সি, উপজেলা শিক্ষা অফিসার সামসুন্নাহার, মহিলা ভাইচ চেয়ারম্যান দিপালী রাণী ঘোষ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল মোনায়েম, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল ববারী সফু প্রমুখ।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপনে ৬ টি কলেজ ও ১০ টি মাধ্যমিক বিদ্যালয় অংশ গ্রহণ করে। প্রাথমিক বিদ্যালয়ের অংশ গ্রহণ করার কথা না থাকলেও স্বপ্রদোনিত হয়ে কালিগঞ্জ সদর সরকারী প্রাথমিক বিদ্যালয় ও পানিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় অংশ গ্রহণ করে। বিজ্ঞান মেলায় অংশ গ্রহণকারী ৬ টি কলেজের শিমু রেজা এমপি কলেজ ১ম, নলতা আহ্ছানিয়া মিশন রেসিডেনন্সিয়াল কলেজ ২য় ও রোকেয়া মুনসুর মহিলা কলেজ ৩য় স্থান অধিকার করে।
মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে মোজাহার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় ১ম, ধুলিয়াপুর মাধ্যমিক বিদ্যালয় ২য় ও শ্রীকলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ৩য় স্থান অধিকার করে।অনুষ্ঠানে অনেক স্কুল কলেজের জন্য স্টল রাখা হলেও বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ অনুষ্ঠানে অংশ গ্রহণ করিনি।