কালিগঞ্জে দুই লক্ষ টাকার সরকারি ফুল গাছ বিক্রি
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা গ্রামের স্থানীয় নেতাদের ম্যানেজ করে দুই লক্ষ টাকা মূল্যর একটি সরকারি ফুল গাছ বিক্রি করেছে বিশ্বনাথ দেবনাথ (৪০)। সে উপজেলার মৌতলা গ্রামের নামাজগড় এলাকার মধুসুদন দেবনাথের ছেলে।
স্থানীয়রা জানায়, নামাজগড় সরকারি রাস্তার পাশে ওই ফুল গাছটি বুলবুলের আঘাতে উপড়ে পরে। এরপর বিশ্বনাথ নিজেকে গাছের মালিক দাবী করে গাছটি বিক্রির চেষ্টা চালায়। সরকারি গাছ বিক্রি করতে গেলে স্থানীয়রা বাঁধা দেয়। পরবর্তীতে উপজেলার এক প্রভাবশালী নেতার ছত্রছায়ায় গাছটি বিক্রি করার জন্য বিভিন্ন ফন্দি খাটাতে থাকে সে। ওই নেতার সহযোগিতায় উপজেলা প্রশাসন থেকে আরম্ভ করে স্থানীয় কয়েকজনকে ম্যানেজ করে গত ৫-৬ দিন আগে ২ লক্ষ টাকার বিনিময়ে বিক্রি করে দেয় বিশ্বনাথ।
স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে জেলা পরিষদের সদস্য রোজিনা কান্টুর স্বামী মোজাহার হোসেন কান্টু ঘটনা স্থলে যেয়ে গাছ কাটতে বাঁধা প্রদান করে। এছাড়া মৌতলা ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদার রেজাউল ইসলাম ও ঘটনা স্থল পরিদর্শন করে সরকারি জমির গাছ বলে জানিয়ে দেন। তারপরও বিশ^নাথের ক্ষমতার কাছে মাথানত করে চলেন আসেন সবাই। মঙ্গলবার (২৬ নভেম্বর) সরেজমিনে যেয়ে দেখাযায় বুলবুলের আঘাতে পড়ে যাওয়া গাছটি বিশ্বনাথের নেতৃত্বে কেটে নেওয়া হচ্ছে। আইনকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে প্রশাসনকে ম্যানেজ করে সরকারি গাছ বিক্রি করে হজম করার চেষ্টা চালাচ্ছে সে।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্বনাথ দেবনাথ বলেন, তিনি ফুল গাছটি ২ লক্ষ টাকায় বিক্রি করেছেন রাস্তা পরিষ্কার করার জন্য। তাছাড়া সরকারি গাছ বিক্রি করেছি এতে সাংবাদিকদের সমস্যা কি? এমনই প্রশ্ন করেন বিশ্বনাথ।
জেলা পরিষদের সদস্য নুরুজ্জামান হোসেন (জামু) বলেন, বিষয়টি সম্পর্কে তিনি অবগতনন। তবে তিনি খোঁজ নিয়ে দেখবেন বলে জানান। তাছাড়া গাছটি যদি জেলা পরিষদের হয় তাহলে তিনি অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থ্য গ্রহণ করবেন।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোজাম্মেল হক রাসেল বলেন, সরকারি গাছ বিক্রির বিষয়ে তিনি অবগতনন। যদি গাছটি সরকারি হয় তাহলে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।