আশাশুনি প্রেস ক্লাবে প্রধান শিক্ষক সুব্রত কুমার মন্ডলের সংবাদ সম্মেলন
আশাশুনি উপজেলার তুয়ারডাঙ্গা এইচ এফ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত কুমার মন্ডল তার বিরুদ্ধে ষড়যন্ত্র ও মিথ্যাচারের প্রতিকারের দাবিতে সাংবাদিক সম্মেলন করেছেন। বুধবার বিকালে আশাশুনি প্রেস ক্লাবে এ সাংবাদিক সম্মেলন করা হয়। প্রধান শিক্ষক সুব্রত কুমার মন্ডল লিখিত বক্তব্যে জানান, তিনি কমিটি ও শিক্ষকদের নিয়ে সুনামের সাথে বিদ্যালয় পরিচালনা করে আসছেন। বিদ্যালয়ের লেখাপড়ার মানও যথেষ্ট ভাল।
আমরা সরকারি ও শিক্ষা বোর্ডের সকল নিয়মের প্রতি অনুগত এবং নিয়ম মেনেই বিদ্যালয়ের সবকিছু হয়ে আসছে। আমাদের কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ ও বিতর্কিত করতে এবং সামাজিক সুখ্যাতি বিনষ্টের মাধ্যমে আমার ও স্কুলের বিরুদ্ধে মিথ্যা, অসত্য, কাল্পনিক ও ষড়যন্ত্রমূলক অভিযোগ ও কুৎসা রটানো হচ্ছে। ফেসবুকে “সাংবাদিক ফয়জুল কবির” একাউন্টে ২৩ নভেম্বর এবং দু’টি পত্রিকায় ২৫ নভেম্বর এরই অংশ হিসাবে মিথ্যা, কাল্পনিক ও ষড়যন্ত্রমূলক স্ট্যাটাস ও তথ্য পরিবেশন করা হয়েছে।
যাতে এসএসসি পরীক্ষার্থী খাদিজার পরীক্ষা অনিশ্চিত বলা হয়েছে, অথচ সোনালী সেবার মাধ্যমে তার ফরম ফিলআপ সম্পন্ন হয়েছে। জেএসসির প্রবেশ পত্রে নামের বানানের ভুলের ব্যাপারে যথানিয়মে সংশোধনের কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। একই সাথে ফরম ফিলআপের ফিস বাবদ শিক্ষার্থীদের থেকে অতিরিক্ত অর্থ আদায়ের কাল্পনিক অভিযোগ করা হয়েছে, অথচ মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য ১৮৫০/- ও বিজ্ঞান বিভাগের জন্য ১৯৫০ টাকা আদায় করা হয়েছে। যার সকল প্রমাণাদি ও পরীক্ষার্থীদের থেকে ডকুমেন্ট প্রতিষ্ঠানে সংরক্ষিত আছে।
শুধু এতেই ক্ষান্ত হননি, উক্ত সাংবাদিক বিদ্যালয় সংলগ্ন একটি কুচক্রি মহলের প্ররোচনায় আমার মান সম্মান হেয় প্রতিপন্ন করতে একধাপ এগিয়ে সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক ভাবে আমাকে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি নেতা মৃণালের একান্ত সহচর ছিলাম বলে উল্লেখ করে সম্পূর্ণ ভুয়া, ভিত্তিহীন খবর প্রকাশের মাধ্যমে আমাকে চরম ভাবে বিতর্কিত করার অপ্রয়াস চালান হয়েছে। তিনি এব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষসহ বিচার বিভাগ ও প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেন।