বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উৎসবে থাকবেন সৌরভ
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উৎসবে উপস্থিত থাকবেন সদ্য ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রেসিডেন্ট ক্রিকেটের অকৃত্রিম বন্ধু সৌরভ গাঙ্গুলী।
শনিবার ইডেন গার্ডেনসে টেস্টের দ্বিতীয় দিন চলাকালে এই কথা বলেন সৌরভ।
আগামী বছর স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। ১৯২০ সালের ১৭ মার্চ তিনি জন্মগ্রহণ করেন। তার জন্মশতবার্ষিকী উপলক্ষে চমক নিয়ে আসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে নানা আয়োজনের কথা। জন্মশতবার্ষিকী উপলক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচের আয়োজন করছে বিসিবি। খেলাগুলো হবে এশিয়া অলস্টার্স একাদশ বনাম বিশ্ব একাদশ।
এশিয়ার দেশগুলোর মধ্য থেকে সেরা খেলোয়াড় নিয়ে গঠন করা হবে দল। আগামী বছরের ১৮ থেকে ২১ মার্চের মধ্যে খেলাগুলো ঢাকাতে অনুষ্ঠিত হবে।
এই ম্যাচে থাকার কথা জানিয়েছেন সৌরভ গাঙ্গুলী। সৌরভ বলেন, ‘তোমাদের তো অনেক বড় উৎসব হচ্ছে। তোমরা দুটি ম্যাচ খেলবে ওয়ার্ল্ড লেভেলে। আমি যাব।’
বাংলাদেশের খেলা নিয়েও কথা বলেন সৌরভ। অবশ্য তিনি পাশেই দাঁড়িয়েছেন টাইগারদের। আরও ভালো খেলা উচিত ছিল জানিয়ে সৌরভ বলেন, ‘আমাদের বিপক্ষে তারা প্রথম টেস্টে অনেক ভালো খেলেছিল, প্রথম ইনিংসে ৪০০ রান করেছিল। অবশ্য তাদের সেরা খেলয়াড় কয়েকজন আসেনি।’