ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে শ্যামনগরের ক্ষতিগ্রস্তদের মাঝে অর্থ বিতরণ করেছে সুশীলন
ভয়াবহ ঘূর্ণিঝড় বুলবুল এর আঘাতে শ্যামনগরের কৈখালী ইউনিয়নে ক্ষতিগ্রস্তদের মাঝে অর্থ বিতরণ করেছে সুশীলন এনজিও। শ্যামনগর উপজেলার ৭৮ নং কৈখালী মোহাজেরিন সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বুলবুলের আঘাতে ক্ষতিগ্রস্তদের মাঝে হাইজিন কিট বিতরণ ও ২২০ টি পরিবারের ঘর সংস্কারের জন্য নগদ ৪৫০০ করে টাকা দেওয়া হয়।
ঘূর্ণিঝড় পরবর্তী পরিস্থিতি ও প্রভাব বিবেচনায় নারীদের মাসিক স্বাস্থ্য পরিচর্যায় ব্যবহারের জন্য স্যানিটারি নাপকিন ২টি, গায়ে মাখার সাবান ২টি. ১৩০ গ্রাম কাপড় কাচার সাবান ২টি, ২০ লিটারের ১টি বালতি, ৫০০ গ্রাম ডিটারজেন্ট পাউডার ১, প্লাস্টিকের মগ ১টি,বিতরণ করা হয়।
এবং বুলবুলে প্রকৃত যাদের ঘর বাড়ী ক্ষতি হয়েছে তাদের মাঝে অর্থ বিতরণ করেছে সুশীলন এনজিও। এসময় উপস্থিত ছিলেন, সুশীলনের সহকারী পরিচালক জি,এম মনিরুজ্জামান, কৈখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ: রহিম, জেলা সাংবাদিক পরিষদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিরসহ এলাকার গণ্যমান্য ব্যাপ্তিবর্গ উপস্থিত ছিলেন।