গুগল আপনাকে ১৫ লাখ ডলার দেবে, যদি…
গুগলের বিশ্বাস ছিল, বিশ্বের সবচেয়ে জনপ্রিয় অপারেটিং সিস্টেম যেহেতু তাদের দখলে, অ্যানড্রয়েড স্মার্টফোন মার্কেটেও তারা রাজত্ব করবে। তাদের ফোনগুলো বাজারে বেশ জনপ্রিয়তা পেলেও শীর্ষস্থান দখল করতে পারেনি। এবার তারা নিরাপত্তার ব্যাপারে গ্রাহকদের আশ্বস্ত করতে চায়। প্রতিষ্ঠানটি জানিয়েছে, পিক্সেল ফোন ব্যবহারকারীর তথ্য হাতিয়ে নেয়া যায় এমন একটি ত্রুটি ধরিয়ে দিলেই মিলবে ১০ লাখ ডলার।
এছাড়া নিরাপত্তা গবেষকরা অ্যানড্রয়েডের নির্দিষ্ট প্রিভিউ সংস্করণে সে ত্রুটি কাজে লাগিয়ে তথ্য হাতিয়ে নিতে সফল হলে অতিরিক্ত ৫০ শতাংশ বোনাস দেয়ার ঘোষণা দিয়েছে। অর্থাৎ পিক্সেল ফোনের ত্রুটি ধরিয়ে দেয়া এবং তা কাজে লাগিয়ে ব্যবহারকারীর তথ্য হাতিয়ে নিয়ে দেখাতে পারলে মোট ১৫ লাখ ডলার পুরস্কৃত করবে প্রতিষ্ঠানটি। খবর সিনেট।
গুগলের টাইটান এম ‘সিকিউর এলিমেন্ট’ ভঙ্গ করে যে কেউ এ পুরস্কার জিততে পারেন। একইভাবে আইফোন নির্মাতা অ্যাপলও তাদের পণ্যের নিরাপত্তা ত্রুটি ধরিয়ে দিলে পুরস্কৃত করে আসছে। বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান তাদের হার্ডওয়্যার ও সফটওয়্যার সেবাকে আরো নিরাপদ করতে এ ধরনের পুরস্কারের আয়োজন করে আসছে।