বর্ণাঢ্য আয়োজনে সুশীলন দিবস-২০১৯ উদযাপন
বর্ণাঢ্য আয়োজনে পালন করা হয়েছে বে-সরকারী উন্নয়ন সংস্থা সূশীলনের প্রতিষ্ঠা বার্ষিকী সূশীলন দিবস-২০১৯ । ২৩ নভেম্বর (শনিবার) রাত ১২ টা ১ মিনিটি মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে সূশীলন দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয় মুন্সিগঞ্জে সুশীলনের টাইগার পয়েন্টে। এসময় উপস্থিত ছিলেন সূশীলনের নির্বাহী পরিচালক মোস্তফা নুরুজ্জামান, উপ পরিচালক মোস্তফা আক্তারুজ্জামান পল্টু, পরিচালনা পর্ষদের সভাপতি চন্দ্রিকা ব্যানার্জী, সাবেক সভাপতি, কালিগঞ্জ কলেজের সাবেক অধ্যাপক গাজী আজিজুর রহমান প্রমুখ।
পরে সকাল ১০ টায় জাতীয় সসঙ্গীত, সূশীলন সঙ্গীত, বেলুন উড়ানো ও পায়রা উড়ানোর মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। দিনব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানিক বব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে দিনটি সুসীলন পরিবারের সহ শুভানুধ্যায়ীদের অতিবাহিত হয়। সূশীলন-পিছিয়ে পড়া বৃহৎ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে দীর্ঘদিন যাবৎ নিরলস ভাবে কাজ করে আসছে। বে-সরকারী উন্নয়ন সংস্থা সূলীলন ১৯৯১ সালের ফেব্রুয়ারি মাসে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের বেনাদোনা গ্রাম থেকে যাত্রা শুরু করে।
সূশীলন জেলার গন্ডী পেরীয়ে দেশের প্রায় সব জেলাতেই অতি সুনামের সাথে আত্মমানবতায় কাজ করে চলেছে। সূশীলন প্রতিষ্ঠার ২৮ বছর পেরিয়ে ২৯ বছরে পদার্পণ করায় কথা হয় নির্বাহী পরিচালক, সু সংগঠক , এনজিও ব্যক্তিত্ব মোস্তফা নুরুজ্জামানের সাথে। সূশীলনের কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে তিনি এ প্রতিনিধিকে বলেন-সূশীলন প্রাকৃতিক দুর্যোগকালীন বিশেষ ভূমিকা পালন, নিরাপদ মাতৃত্ব, শিশু পুষ্টি, শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা,কৃষিসহ সর্বপরি সামাজিক অবক্ষয় ও দুস্থ মানুষকে স্বাবলম্বী করাটাই সুশীলনের মূল কাজ। আজ ২৮ বছরে সুশীনের মাধ্যমে প্রায় ৮০ লক্ষ মানুষকে সেবা দিতে পেরেছি। শতশত শিক্ষিত বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের সুযোগ হয়েছে।