দিবা-নৈশ্য কলেজের অধ্যক্ষ এর নেতৃত্বে বই মেলা পরিদর্শন ও বই বিতরণ
সাতক্ষীরা জেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সুবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষ উপলক্ষে পর্দা উঠেছিলো বইমেলার। পাঁচদিন আগে সুর তরঙ্গ আর ছন্দের আবেশ ছড়িয়ে প্রাণের বইমেলায় উঠেছিল তারুণ্যের বাঁধভাঙা উচ্ছ্বাস। সেই সুর আর ছন্দের টানে বাঙালির প্রাণের আসর বইমেলায় সোমবার এসে মিলিত হয়েছিলেন শিশু, কিশোর, যুব, বৃদ্ধ সবাই।
দিনভর সর্বশ্রেণীর মানুষের উপস্থিতিতে মুখরিত ছিলও বইমেলা প্রাঙ্গণ। উপস্থিত লেখক, পাঠক, প্রকাশক-সবার মাঝে ছিল প্রত্যাশার সুর। সাতক্ষীরা বইমেলায় সাতক্ষীরা দিবা-নৈশ্য কলেজের অধ্যক্ষ এ কে এম সফিকুজ্জামান এর নেতৃত্বে রোভার স্কাউটের সকল সদস্যদের নিয়ে বই মেলা পরিদর্শন করেন।
এ সময় অধ্যক্ষ মহাদয় বলেন, প্রযুক্তির যুগে এসেও কাগজের মলাটের বইয়ে মানুষের রয়েছে প্রাণের টান। বই এখন আর কেউ পড়ে না- এমন আক্ষেপ থাকলেও বইমেলাকে কেন্দ্র করে তৈরি হচ্ছে নতুন পাঠক তিনি প্রত্যেক রোভার সদস্যদের হাতে একটি করে বই তুলে দেন,এবং বেশি করে বই পড়ার আহব্বান জানান এবং সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের এ প্রচেষ্টাকে সাধুবাদ জানান তারা।