সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্ত থেকে ৩১ সোনার বার উদ্ধার
সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্ত থেকে শুক্রবার সকালে ৩১টি সোনার বার উদ্ধার করেছে বিজিবি। যার বাজার মূল্য দুই কোটি ৮০ লাখ টাকা বলে জানিয়েছে উদ্ধারকারী দল।
৩৩ বিজিবি ব্যাটলিয়নের কাকডাঙ্গা বিওপির নায়েক সুবেদার ওলি জানান, বিজিবির একটি টহল দল সীমান্তের সড়কে টহল দিচ্ছিল। এ সময় একই সড়কে মোটরসাইকেলে দুইজন টহল দলের সামনে পড়ে। তারা বিজিবি দেখে মোটরসাইকেল ফেলে দ্রুত পালিয়ে যায়।
তিনি আরো জানান, মোটরসাইকেলে থাকা একটি পলিথিন ব্যাগে মোড়ানো ভারী বস্তু দেখে টহল দলের সদস্যরা। পরে ব্যাগটি খুলতেই ৩১টি সোনার বার বেরিয়ে পড়ে। যার ওজন চার কেজি ৬৭০ গ্রাম। স্বর্ণ পরিমাপের হিসাবে ৪০০ ভরি। যার বাজার মূল্য দুই কোটি ৮০ লাখ টাকা।
কাকডাঙ্গা বিওপির নায়েক সুবেদার জানান, উদ্ধার করা সোনার বারগুলো বিজিবির ৩৩ ব্যাটালিয়ন সদর দফতরে নেয়া হয়েছে।
৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মহিউদ্দিন খন্দকার জানান, এ ব্যাপারে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।