কলারোয়ার বুঝতলা পোষ্ট অফিস উদ্বোধন করেন ডাক ও টেলি যোগাযোগ মন্ত্রণালয়ের সচিব অশোক কুমার বিশ্বাস
কলারোয়ার চন্দনপুরে একটি পোষ্ট অফিস উদ্বোধন করেন ডাক, টেলি যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব অশোক কুমার বিশ্বাস। তিনি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বৃহস্পতিবার সকালে এ পোষ্ট অফিসটির উদ্বোধন করেন।
উপজেলার চন্দনপুর ইউনিয়নের বুঝতলা পোষ্ট অফিস উদ্বোধন কালে সেখানে উপস্থিত ছিলেন-উপজেলা নির্বাহী অফিসার আরএম সেলিম শাহনেওয়াজ, উপজেলা সকহারী কমিশনার ভূমি আকতার হোসেন, দক্ষিণাঞ্চল খুলনা জোনের পোষ্ট মাস্টার জেনারেল তরুন কালি সিকদার।
ডেপুটি পোষ্ট মাস্টার জেনারেল মোহাম্মাদ জাহাঙ্গীর আলী খান, পোষ্ট অফিস পরিদর্শক অরুন মন্ডল, অধ্যক্ষ মাওলানা আব্দুল হাই, বুঝতলা মাদ্রারাসার সভাপতি জুলফিকার আলী। উদ্বোধনী অনুষ্ঠানে ফুলের তোড়া দিয়ে প্রধান অতিথিকে স্বাগত জানান বুঝতলা পোষ্ট অফিসের আব্দুল মাজেদ। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাওলানা লুৎফর রহান ফারুকী।