পাটকেলঘাটায় লবণের দাম বেড়ে যাওয়াই ওসির অভিযান বাজারে
পাটকেলঘাটায় পেঁয়াজের ঝাঁজ কমতেই লবণের দাম বেড়ে যাচ্ছে গুজব ছড়িয়ে পড়ে থানাজুড়ে । এমন খবরে ক্রেতারা হুমড়ি খেয়ে পড়েন খুচরা ও পাইকারি দোকানগুলোতে। এদিকে লবণের দাম বৃদ্ধির গুজব সৃষ্টি হওয়ায় মঙ্গলবার সন্ধ্যার পর থেকে পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদুল মুর্শেদ (ওসি) বিভিন্ন দোকানে অভিযান চালান। ব্যবসায়ীদের সর্তক করেন। জনগণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তিনি।
তাছাড়া থানাধীন প্রতিটি বাজারে বাজারে পুলিশ সদস্য দিয়ে মাইকিং করিয়ে সতর্ক করা হয়। এসময় মাইকিং এর মাধ্যমে জানানো হয়, লবণের দাম বাড়েনি। এটা একটা গুজব। যারা এ গুজব রটাবে বা কৃত্রিম সংকট তৈরির জন্য মজুত রাখবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনের অতিরিক্ত যদি কেউ লবণ কেনে তাহলে সাথে সাথে থানায় অবহিত করার আহব্বান জানানো হয়।
তাছাড়া কোন ব্যবসায়ী যদি লবণের দাম বেশি নেয় তাহলে লবণ না কিনে ব্যবসায়ীকে থানায় ধরে দেওয়ার কথা বলা হয়। পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াহিদুল মুর্শেদ জানান, এগুলো গুজব। কেউ গুজব সৃষ্টি করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে