দেবহাটায় কৃত্রিম সংকট সৃষ্টি করে লবণ বিক্রয় নির্বাহী অফিসারের বাজার পরিদর্শন
পেয়াজের পর লবণ সংকটের গুজব ছড়িয়ে অধিক মূল্যে বিক্রয়ের অভিযোগে সখিপুর বাজার পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরিন। মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যা ৭ টায় সখিপুর বাজারে বিভিন্ন মুদি ব্যবসায়ী ও সাধারণ মানুষের সাথে কথা বলেন এবং পেয়াজ, লবণ, চাউলসহ বিভিন্ন পণ্যের মূল্য যাচাই করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরিন বলেন কেউ গুজবে কান দিবেন না, লবণ আমাদের দেশে উৎপাদিত হয়, বাজারে লবণের কোন সংকট নেই।
একটি মহল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে এমন গুজব ছড়িয়ে চলেছে। তিনি আরও বলেন যারা পণ্য মজুদ রেখে কৃত্রিম সংকট সৃষ্টি করে মূল্য বৃদ্ধি করবে তাদের বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে। এসময় বাজার পরিদর্শন-কালে উপস্থিত ছিলেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা, এস আই নয়ন চৌধুরী, এ এস আই রশিদুল, ইউপি সদস্য আকবর আলী, মোকলেছুর রহমান প্রমুখ।