খোঁজ মিললো এক পুকুরের, যেখানে আছে রঙিন মাছ-দামি রত্ন!
এমন পুকুর কখনো দেখেছেন? যেখানে রঙিন মাছ, লিলি ফুলসহ দামি রত্ন। দেখতে অনেকটা ফরাসি ভাববাদী চিত্রকর ক্লদ মনে’র ধারাবাহিক ঝলমলে চিত্রকর্মের মতো। যার নাম ‘মনে’স পন্ড’। ছবি ও কথায় জেনে নিন পুকুরটি সম্পর্কে-
পৃথিবীর সবচেয়ে মনোরম ও রঙিন পুকুরের মধ্যে জাপানের মনে’স পন্ড অন্যতম। এই পুকুরের নাম বাংলায় অনুবাদ করলে দাঁড়ায় ‘নামহীন’।
এতদিন বেশিরভাগ মানুষের কাছে অজানা ছিল। অথচ পুকুরটি দেখতে চিত্রশিল্পীদের কল্পনার মতো।
জাপানের সেকি শহরের প্রান্তে গাছগাছালিতে লুকানো ছিল পুকুরটি। সামাজিক যোগাযোগ মাধ্যমই মূলত গোটা বিশ্বের সঙ্গে এর পরিচয় করিয়ে দিয়েছে।
পাহাড়ের পাদদেশে এর অবস্থান হওয়ায় উপত্যকার চমৎকার দৃশ্য উপভোগ করা যায়। ফুটে থাকা লিলি ফুল ও স্বচ্ছ জলে সাঁতার কেটে বেড়ানো রঙিন কই মাছ পুকুরটিকে দর্শনীয় করে রাখে।
তবে পুকুরটি পর্যটকদের আকৃষ্ট করতে খনন করা হয়নি। প্রাথমিকভাবে ধান ক্ষেতে সেচ দেয়াই ছিল লক্ষ্য। একসময় এখানে দুর্গন্ধ ও আগাছার ছড়াছড়ি থাকতো।