সাংবাদিক বরুণ ব্যানার্জীর নামে মিথ্যা মামলা করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সাতক্ষীরা জেলা রিপোর্টার্স ইউনিটি
একাত্তর টিভি ও ডেইলি বাংলাদেশ পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি, একুশে সংবাদ পত্রিকার নিজস্ব প্রতিনিধি, দৈনিক সাতক্ষীরা পত্রিকার সম্পাদক দীপালোক একাডেমীর পরিচালক বরুণ ব্যানার্জীর নামে সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা ইউনিয়নের চেয়ারম্যান ফজলুর রহমান মোশা কৃর্তক ডিজিটাল নিরাপত্তা আইনে মিথ্যা মামলা দায়ের করায় সাতক্ষীরা জেলা রিপোর্টার্স ইউনিটি’র পক্ষ থেকে নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।
একই সাথে ওই মিথ্যা মামলা অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবী জানিয়ে বিবৃতি দিয়েছেন,সাতক্ষীরা জেলা রিপোর্টার্স ইউনিটি’র সহ-সভাপতি তপন কুমার বিশ্বাস ও গাজী আল ইমরান, সাধারণ সম্পাদক এম,ডি আরাফাত আলী,যুগ্ম সম্পাদক নাগিব মাহফুজ,সাংগঠনিক সম্পাদক আসিফ মাহফুজ,সহ-সাংগঠনিক বিশ্বজিৎ চক্রবর্তী, অর্থ বিষয়ক সম্পাপদক এস,কে জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক মহিউদ্দিন কুরাইশ, তথ্য বিষয়ক সম্পাদক একরামুল কবির, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুল বারী,। কার্যনির্বাহী সদস্য আমজেদ হোসেন মিঠু, পলাশ কুমার বিশ্বাস,ভবতোষ মন্ডল,এস,কে ফিরোজ আহম্মেদসহ সাতক্ষীরা জেলা রিপোর্টার্স ইউনিটি’র সকল সদস্য বৃন্দ। এছাড়া সাতক্ষীরা অনলাইন প্রেসক্লাব এবং দীপালোক একাডেমীসহ সাতক্ষীরা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।