সাংবাদিক বরুণ ব্যানার্জীর নামে মিথ্যা মামলা:তালা প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ
সাতক্ষীরা প্রেসক্লাবের সম্মানীত সদস্য, একাত্তর টিভির সাতক্ষীরা প্রতিনিধি ও অনলাইন পত্রিকা দৈনিক সাতক্ষীরার সম্পাদক বরুণ ব্যানার্জীর নামে সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা ইউনিয়নের চেয়ারম্যান ফজলুর রহমান মোশা কৃর্তক ডিজিটাল নিরাপত্তা আইনে মিথ্যা মামলা দায়েরের করায় তালা প্রেসক্লাবের পক্ষ থেকে নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।
একই সাথে ওই মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন তালা প্রেসক্লাবের সভাপতি প্রণব ঘোষ বাবলু, সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমান, সিনিয়র সহ-সভাপতি গাজী জাহিদুর রহমান, সহ-সভাপতি নজরুল ইসলাম, যুগ্ম-সম্পাদক তপন চক্রবর্তী, সহ-সম্পাদক সব্যসাচী মজুমদার বাপ্পী, সাংগঠনিক সম্পাদক মো. সেলিম হায়দার, কোষাধ্যক্ষ এমএ ফয়সাল, দপ্তর সম্পাদক মো. শফিকুল ইসলাম, ক্রীড়া সম্পাদক মো. রোকনুজ্জামান টিপু, প্রচার সম্পাদক কাজী আরিফুল হক ভুলু, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জিএম গোলাম রসুল, ক্লাবের সদস্য প্রভাষক নজরুল ইসলাম, প্রভাষক ইয়াছিন আলী, অর্জুন বিশ্বাস, খলিলুর রহমান লিথু, মো. নূর ইসলাম, মো. জাহাঙ্গীর হোসেন, সেকেন্দার আবু জাফর বাবু, মো. খলিলুর রহমান, আছাদুজ্জামান রাজু, সুমন রায় গনেশ, আজমল হোসেন জুয়েল, মো. তাজমুল ইসলাম, কামরুজ্জামান মিঠু, কাজী লিয়াকত হোসেন, এস.কে রায়হানসহ তালা প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ।