তালায় ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে টিউশন ফি প্রদান
ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ’র উদ্যোগে, সংস্থার এফডিসিএস প্রকল্পের আওতায় বিভিন্ন এলাকার ১২০জন শিক্ষার্থীকে টিউশন ফি (বেতন, সেশন ফি, পরীক্ষার ফি) প্রদান করা হয়েছে।
সোমবার বিকালে তালার গোনালী মিশনের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে শিক্ষার্থীদের নিকট আনুষ্ঠানিক ভাবে টিউশন ফি প্রদান করা হয়। এফডিসিএস প্রকল্পের শিক্ষা প্রোগ্রাম অফিসার রণজিৎ দাশ’র পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খলিলনগর ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান রাজু, প্রোগ্রাম ম্যানেজার নীল আর্মস্ট্রং গমেজ,পাষ্টর রঘুনাথ সরকার প্রমুখ।
এসময় তালা উপজেলার ৬টি ইউনিয়নের ১৮টি শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ৬ষ্ট থেকে ১০ম শ্রেণির ১২০জন স্পন্সরশীপ শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং মিশন কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন।