কলারোয়ার গয়ড়া বাজারে ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট এর উদ্বোধন
কলারোয়ার সীমান্ত জনপদ গয়ড়া বাজারে আধুনিক ব্যাংকিং এর ১৯টি সেবার দৃঢ় প্রত্যয়ে যাত্রা শুরু করলো ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং কার্যক্রম। সোমবার বিকেলে গয়ড়া বাজারে এ এজেন্ট ব্যাংকিং আউটলেট এর উদ্বোধন করেন ব্র্যাক ব্যাংকের হেড অফ অল্টারনেট ব্যাংকিং চ্যানেল নাজমুর রহিম।
চন্দনপুর ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনির সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলারোয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আবু নসর, অথৈ ইন্টারন্যাশনাল’র সত্ত্বাধিকারী ও উপজেলা জাতীয় পার্টির আহবায়ক মশিউর রহমান, এজেন্ট ব্যাংকিং আউটলেটের এজেন্ট সুইটি আক্তার, উপজেলা সমবায় কর্মকর্তা নওশের আলী, আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন।
ব্র্যাক ব্যাংক কর্মকর্তা নাজমুর রহিম বলেন, এজেন্ট ব্যাংকিং সেবার কারণে ব্যাংকিং সেবা ছড়িয়ে পড়েছে গ্রামীণ জনপদে। চাঙ্গা হচ্ছে প্রত্যন্ত এলাকার ব্যবসা-বাণিজ্য। এতে ক্রমেই বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি। চাহিদার কারণে সারাদেশে এজেন্ট ও আউটলেটের পরিমাণ এক বছরে দ্বিগুণ হয়ে গেছে।
অনুষ্ঠানে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক কর্মকর্তা রহমত আলি, উদ্যোক্তা তাজুর রহমান তুষার, কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারজ্জামান জিল্লু, প্রেসক্লাবের যুগ্নসম্পাদক আতাউর রহমান, রিপোর্টস ক্লাবের সদস্য ফারুক হোসেন, সাদ উল্লাহ প্রমুখ। অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংক কর্মকর্তা আরও বলেন, খুব শীঘ্র এই আউটলেটে বিদ্যুৎ বিল গ্রহণ ও এটিএম বুথ কার্যক্রম চালু করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল্লাহ আল মামুন।