পেঁয়াজের জন্য কাঁদছে ১৮ কোটি মানুষ: কর্নেল অলি
পেঁয়াজের অস্বাভাবিক দামবৃদ্ধির প্রতিবাদ জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম। তিনি বলেছেন, বর্তমানে খাওয়ার বদলে মানুষ পেঁয়াজ দিয়ে গলার মালা বানাচ্ছে। পেঁয়াজের জন্য দেশের ১৮ কোটি মানুষ আর্তনাদ করছে। আর সরকার কিছুই করতে পারছে না। ব্যর্থতার দায় স্বীকার না করে উল্টো মিথ্যা আশ্বাস দিয়ে জনগণকে ধোঁকা দেয়ার চেষ্টা করছে।
শনিবার বিকালে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।
সামান্য সার দাম বৃদ্ধির জন্য বিএনপিকে ক্ষমতা থেকে নামিয়েছিল আওয়ামী লীগ এমন মন্তব্য করে অলি আহমদ বলেন, বিগত কয়েক মাস ধরে রোজ কিছু না কিছু ঘটনা ঘটে যাচ্ছে। কখনও ব্যাংকের টাকা লুট হচ্ছে, কখনও শেয়ারবাজারের টাকা লুট হচ্ছে। ধর্ষণ ও মাদকের আগ্রাসন তো লেগেই আছে। আবার পেঁয়াজ সংকট। অথচ বিএনপির আমলে সারের সামান্য সংকটে সরকারের পতনের আন্দোলন করেছিল আওয়ামী লীগ।
অনির্বাচিত সরকার দেশ চালাচ্ছে মন্তব্য করে অলি বলেন, জনগণের নির্বাচিত সরকার থাকলে দেশে এ ধরনের সমস্যা সৃষ্টি হতো না। এ দেশের মানুষ খুবই ভালো। এত কষ্ট পাওয়ার পরও নীরবে ঘরে বসে আছে। তবে সবসময় যে এভাবে ঘরে বসে থাকবে এর নিশ্চয়তা নেই। কারণ এ দেশের জনগণ যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে।
কর্নেল অলি বলেন, আওয়ামী লীগ সরকারের উচিত পদত্যাগ করে নতুনভাবে নির্বাচনের তারিখ ঘোষণা করা। ফলে সুশাসন প্রতিষ্ঠা হবে। জনগণ মুক্তি পাবে। তাদেরও উপকার হবে।