তালা মহিলা কলেজে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সঃ) পালিত
তালা মহিলা কলেজে রবিবার(১৭ নভেম্বর) সকালে কলেজের হলরুমে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সঃ) পালিত হয়েছে। এ উপলক্ষে কুরআর তেলাওয়াত, হামদ্/নাত, রচনা প্রতিযোগীতা, রসুল(সঃ)এর উপর উপস্থিত বক্তৃতা দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। তালা মহিলা কলেজের আয়োজনে, কলেজের উপাধ্যক্ষ শেখ শফিকুল ইসলামের সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোঃ আব্দুর রহমান।
কলেজের ক্রীড়া শিক্ষক গাজী নজরুল ইসলামের পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অনুষ্ঠানের আহবায়ক সহকারী অধ্যাপক শেখ শফিকুল ইসলাম, তালা সদর প্রেসক্লাবের সেক্রেটারী সাংবাদিক মোঃ আকবর হোসেন, সহকারী অধ্যাপক মোঃ আবু হাসান, প্রভাষক মোঃ আব্দুল হালিন, প্রভাষক আনিছুর রহমান, বিশিষ্ট সমাজ সেবক মোসলেম উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক খলিলুর রহমান।
অনুষ্ঠান শেষে কৃত্তি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। কুরআন তেলোয়াতে প্রথম স্থান অধিকারী হলেন উক্ত কলেজের ছাত্রী ফারজানা আক্তার তন্বী। হামদ্/নাত এ প্রথমস্থান সুপ্রিতা রায় প্রিতু, রচনা প্রতিযোগীতায় ইশরাত জাহান সিঁথি, রসুল(সঃ) এর উপর উপস্থিত বক্তৃতায় প্রথম স্থান শতাব্দী কর। এখানে উল্লেখ্য যে, হিন্দু ধর্মের সন্তান হয়েও হামদ্/নাত এবং রসুল(সঃ) এর উপর উপস্থিত বক্তৃতায় মুগ্ধ করেন কলেজের ২ মেধাবী ছাত্রী সুপ্রিতা রায় প্রিতু এবং শতাব্দী কর। উপস্থিত সকলে সুপ্রিতা রায় প্রিতু হামদ্/নাত শুনে বিমোহিত হয়ে যান।