দু’টি পেঁয়াজ বিক্রি হলো ১৮২ টাকায়
মোহাম্মদপুরের টাউন হল কাঁচা বাজারে প্রতিকেজি ভারতীয় ও মিশরি পেঁয়াজ বিক্রি হচ্ছে ২১০ থেকে ২২০ টাকায়। এই বাজারে বড় আকারের দু’টি পেঁয়াজ বিক্রি হয়েছে ১৮২ টাকায়।
রাজধানীর মোহাম্মদপুরের বিভিন্ন বাজার ঘুরে জানা যায়, বৃহস্পতিবার সকাল দাম থেকে ১৯০ টাকা দরে বিক্রি হয়েছে পেঁয়াজ। শুক্রবার সকাল থেকে প্রতি কেজি পেঁয়াজ ২১০ থেকে ২২০ টাকায় খুচরা বিক্রি হচ্ছে।
খুচরা বাজারগুলোতে দেখা গেছে, নিম্ম ও মধ্যম আয়ের মানুষেরা এক হালি পেঁয়াজ কিনছেন ১১০ থেকে ২৩০ টাকায়। সেখানে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ২১০-২২০ টাকায়। একটি মুদি দোকানে ২১০ টাকা কেজি হারে মিশরি একটি পেঁয়াজ ওজন করে তার মূল্য ১৮২ টাকা দেখা যায়। পেঁয়াজ দু’টির ওজন ছিল ৮৭২ গ্রাম।
পেঁয়াজ দু’টি কিনেছেন মোহাম্মদপুরের বাসিন্দা শাহ আলম। তিনি বলেন, দাম বেশি, তাই দু-চারটা করে কিনছি। আজকে এই দুটা কিনতেও ১৮২ টাকা খরচ হয়েছে। এভাবে চলতে থাকলে পেঁয়াজ ছাড়াই খেতে হবে।
দোকানের স্বত্বাধিকারী শফিক আলী বলেন, বড় আকারের পেঁয়াজগুলো মিশর থেকে এসেছে। একেকটির ওজন প্রায় আধা কেজির মতো। বেশি দামে কিনলে বেশি দামে বিক্রি করতে হয়।
সূএ : ডেইলি বাংলাদেশ