নিখোঁজ ৯ জেলের মরদেহ বরিশালে উদ্ধার
বরিশালের মেহেন্দিগঞ্জের মাছকাটা নদীতে সোমবার রাতে ট্রলারের ভেতর থেকে ৯ জেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর আগে রোববার দুপুরে ভোলার ইলিশায় ট্রলারটি ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। এতে ১১ জেলে নিখোঁজ ছিলেন।
মৃতরা হলেন- ভোলার চরফ্যাশনের দুলারহাট থানার আবুবক্করপুরের কামাল দালাল, মফিজ মাতুব্বর, নূরাবাদের হাসান মোল্লা, নুরুন্নবী বেপারী, ফরিদাবাদের নজরুল ইসলাম, কবির হোসেন, আব্দুল্লাহপুরের মো. বিল্লাল, চরফ্যাশন থানার উত্তর শিবার আব্বাস মুন্সি, রফিক বিশ্বাস।
মেহেন্দিগঞ্জ থানার ওসি আবিদুর রহমান জানান, রোববার দুপুরে ভোলার ইলিশায় ঝড়ের কবলে পড়ে তোফায়েল মাঝির একটি ট্রলার ডুবে যায়। ওই ট্রলারে ২৪ জন জেলে ছিলেন। তাৎক্ষণিক ১৩ জেলেকে উদ্ধার হলেও বাকিরা নিখোঁজ ছিলেন। সোমবার রাতে মাছকাটা নদীতে ট্রলারটির সন্ধান পাওয়া যায়। পরে ট্রলারটির ভেতর থেকে ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
তিনি আরো জানান, এর আগে রোববার রাতে জেলে খোরশেদের মরদেহ নদী থেকে উদ্ধার করা হয়। তবে হিসেব অনুযায়ী এখনো একজন নিখোঁজ রয়েছে।